জুলাই গণঅভ্যুত্থান দিবসে খুলনা-সিলেটে প্রতীকী ম্যারাথন

খুলনায় ম্যারাথনে অংশ নিয়েছে প্রতিযোগীরা
এখন জনপদে
0

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা ও সিলেটে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। যেখানে অংশ নিয়েছেন শহিদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ (শুক্রবার, ১ আগস্ট) সকালে খুলনার শিববাড়ি মোড়ে আলোচনা সভার মধ্যে দিয়ে শুরু হয় ম্যারাথনের আনুষ্ঠানিকতা।

প্রথমে আহত পরিবারের সদস্যেরা বক্তব্য রাখেন। পরে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় ম্যারাথন শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। যেখানে অংশগ্রহণ করেন নারী-পুরুষসহ কয়েকশ’ প্রতিযোগী।

এদিকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে জড়ো হন প্রতিযোগীরা। পরে ম্যারাথনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শহীদ পরিবারের সদস্যেরা।

এসময় তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন ৪ শ’ প্রতিযোগী। বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর থেকে নগরীর মদিনা মার্কেট ও বিমানবন্দর এলাকা হয়ে ফের গোলচত্ত্বরে গিয়ে শেষ হয় ম্যারাথন। যেখানে অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগীরা।

এসএস