বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু

ময়মনসিংহ
মৃত ভেড়ার পাল
এখন জনপদে
0

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে কাটা পড়ে এক গবেষণা প্রকল্পের অধীনে থাকা ২২টি উন্নত জাতের ভেড়া মারা গেছে। গবেষণা ও প্রজননের কাজে ব্যবহৃত এ উন্নত জাতের প্রতিটি ভেড়ার বাজারমূল্য প্রায় ৩০ থেকে ৬০ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান।

আজ (শুক্রবার, ১ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল সংলগ্ন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ভেড়াগুলো পালনের দায়িত্বে থাকা কর্মী ঘাস খাওয়ানোর জন্য সকালে রেললাইনের পাশে নিয়ে যায়। হঠাৎ ভেড়াগুলো রেললাইনের ওপর উঠে পড়ে। এসময় দ্রুতগামী ট্রেনের নিচে একসঙ্গে ২২টি ভেড়া কাটা পড়ে। দুর্ঘটনায় ভেড়াগুলোর মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগলে তারা ঘটনাস্থলেই মারা যায়।

অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান বলেন, ‘সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারির তত্ত্বাবধানে পরিচালিত একটি গবেষণা ও প্রজনন প্রকল্পের জন্য ব্যবহৃত ভেড়াগুলো সকালে মাঠে চারণের সময় রেললাইনের পাশে চলে যায়। ঠিক সে সময় একটি ট্রেন চলে আসলে ভেড়াগুলো কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।’

ইএ