নানান তর্ক বিতর্ক নিয়েই পর্দা উঠলো বিপিএলের ১২তম আসরের। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন মাঠে গড়াবে দুটি ম্যাচ।
ঘরের মাঠে নতুন ফ্রাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স। ম্যাচে রাজশাহীকে ১৯১ রানের টার্গেট দিয়েছে সিলেট।
এদিকে শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারোন জোন্স ব্যক্তিগত কারণে বিপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন। শেষ মুহূর্তে এমন খবর হতাশ করেছে সিলেটের ভক্তদের।
অন্যদিকে একের পর সুখবর দিয়ে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। দলে নেয়া বিদেশি ক্রিকেটারদের প্রায় সবাই যোগ দিয়েছেন দলের সঙ্গে। অভিজ্ঞ মুশফিকুর রহিম থেকে অধিনায়ক নাজমুল শান্ত, তানজিদ তামিম, টানজিম সাকিব ও রিপন মন্ডলদের মতো তরুণরা রয়েছেন এ দলে। স্কোয়াডের গভীরতায় এ ম্যাচে বেশ এগিয়েই থাকবে রাজশাহী ওয়ারিয়র্স।
আরও পড়ুন:
দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে লড়বে চট্টগ্রাম রয়্যালস। যদিও ম্যাচের আগেই এ দুই দল নিয়ে উঠেছে নানান প্রশ্ন। চট্টগ্রামের মালিক এরইমাঝে দল চালানোয় অপরাগতা প্রকাশ করায় বিসিবির তত্ত্বাবধানে থাকবে দলটি।
অন্যদিকে ম্যাচের আগের দিন অনুশীলন থেকে চলে গিয়ে নোয়াখালী এক্সপ্রেসকে প্রশ্নবিদ্ধ করেছেন দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। দলের ম্যানেজমেন্টের ওপর রাগ করে বিপিএল বয়কটের হুমকি দিলেও শেষবেলায় যোগ দিয়েছেন অনুশীলনে।
বিপিএলের আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেছেন, এবারের আসর তবে সব থেকে সুন্দর ও স্বচ্ছ। তবে কতটা স্বচ্ছ হবে তা সময় অতিবাহিত হলেই বোঝা যাবে।





