সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস; নিখোঁজ ২, আহত ৭

খাদে পড়ে যাওয়া বাস
এখন জনপদে
0

জাফলং থেকে সিলেট অভিমুখে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় ২ জন নিখোঁজ এবং ৭ জন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ১ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় জাফলং থেকে একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত সাড়ে ৮টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

খাদে পড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় বাসের ভেতর থেকে বের হয়ে আসেন। তবে অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। যাত্রীদের ভাষ্য অনুযায়ী দুইজন নিখোঁজ রয়েছেন।

তাদের পরিচয় এখনো নিশ্চিত নয় বলে জানান হাবিবুর রহমান। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসসহ পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

এএইচ