‘আমার চোখে জুলাই বিপ্লব’ শিরোনামে দেওয়ালচিত্রে যুক্ত করা হয় কিউআর কোড, যার মাধ্যমে স্মার্টফোন স্ক্যান করলেই দেখা যাবে গণঅভ্যুত্থান সম্পর্কিত ইতিহাস, দলিল, সাক্ষাৎকার ও আলোকচিত্রসমূহ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেন, ‘তরুণ সমাজকে সঙ্গে নিয়ে আমরা ইতিহাসকে স্মরণ করছি নতুন ধারায়। সবাই মিলে দেশ ও দেশের মানুষের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করলেই হবে প্রকৃত শ্রদ্ধা সেই আন্দোলনের প্রতি।’
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইস্তিয়াক আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।