শরীয়তপুরের জাজিরায় আবারো ভয়াল রূপ ধারণ করেছে পদ্মা। ভাঙনের শিকার হয়ে নদীগর্ভে বিলীন হয়েছে গাছপালাসহ বহু স্থাপনা। স্থানীয়রা এ বিষয়ে জানায়, ভোর থেকেই নদীর ভাঙন তীব্র আকার ধারণ করে। আলমখা কান্দির জিরো পয়েন্ট এলাকায় পদ্মা সেতু প্রকল্পরক্ষা বাঁধের শেষ অংশ ভেঙে যায়। নিমিষেই পদ্মার গর্ভে তলিয়ে যায় গাছপালা। আলমখা কান্দি জামে মসজিদের দোতলা পাকা ভবনটি ভাঙনের শিকার হয়ে পদ্মা নদীতে ডুবে যায়।
ভোর থেকেই নদীর তীরবর্তী বাসিন্দারা ঘরবাড়ি ও মালামাল সরিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। এক মাসের ভাঙনে পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের ৮০০ মিটারসহ প্রায় এক কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে।
আগ্রাসী পদ্মা কেড়ে নিয়েছে অন্তত ৪০টি স্থাপনা। এরই মধ্যে শতাধিক ঘরবাড়ি দোকানপাট সরিয়ে নেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও তা কোন কাজে আসছে না।