সেনাবাহিনী পরিচালিত প্রয়াসের প্রস্তাবিত স্থান পরিদর্শনে শারমীন এস মুরশিদ

সেনাবাহিনীর সঙ্গে প্রস্তাবিত স্থান পরিদর্শন করছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ
এখন জনপদে
2

ময়মনসিংহে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ (বুধবার, ৬ আগস্ট) এক সরকারি সফরে ময়মনসিংহে এসে দুপুরে নগরীর আকুয়া বাইপাস এলাকায় ক্যান্টনমেন্ট গেটের অপর পাশে স্কুলটির জন্য প্রস্তাবিত ২.০২ একর জায়গা পরিদর্শন করেন।

এসময় উপদেষ্টার সঙ্গে মোমেনশাহী সেনানিবাসের আর্টডক জিওসি-লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান, স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মালেক হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানটির মাস্টার প্ল্যান সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় উপদেষ্টার সামনে। পরিদর্শন শেষে সেনাবাহিনীর এমন উদ্যোগকে অভিনন্দন জানিয়ে উপদেষ্টা জানান, দেশের অন্যান্য প্রয়াস স্কুলগুলো সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে। ময়মনসিংহে সেনাবাহিনীর এমন কাজের পাশে সমাজসেবা মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এছাড়াও খুব তাড়াতাড়ি ময়মনসিংহেও কিভাবে একটি প্রয়াস তৈরি করে দেয়া যায় সেই চেষ্টা থাকবে বলেও জানান উপদেষ্টা ।

বগুড়া, ঘাটাইল, চট্টগ্রাম, সাভার, গাজীপুরসহ ১৩টি ক্যান্টনমেন্টে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রয়াসের মত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ময়মনসিংহে প্রয়াস নির্মাণ করা গেলে সেনাবাহিনী পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৪টি হবে।

এএইচ