কনস্টেবল পদে নিয়োগ: ব্রাহ্মণবাড়িয়া পুলিশের সতর্কবার্তা

ব্রাহ্মণবাড়িয়া
পুলিশ
এখন জনপদে
1

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আজ (শুক্রবার, ৮ আগস্ট) এক পোস্টে কনস্টেবল পদে নিয়োগ প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও সতর্কবার্তা প্রদান করেছে। পুলিশ জানায়, চলতি বছর দ্বিতীয় বারের মতো কনস্টেবল নিয়োগ পরীক্ষা নেয়া হবে। পুলিশ বলেছে, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে প্রার্থীরা টাকা-পয়সা লেনদেন বা প্রতারক ও দালালের ফাঁদে পড়বে না। তারা সতর্ক করেছেন, দালালরা প্রার্থীদের অজ্ঞানতা কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারে।

নিয়োগ পরীক্ষা মোট তিন ধাপে অনুষ্ঠিত হবে—

১. মাঠ পরীক্ষা

২. লিখিত পরীক্ষা

৩. মৌখিক পরীক্ষা

মাঠ পরীক্ষায় অন্যায়ভাবে কাউকে বাদ বা টিকিয়ে দেয়ার সুযোগ নেই। সময়ের মধ্যে কাজ শেষ না হলে পরীক্ষার্থী নিজেই বুঝতে পারবেন যে তিনি অযোগ্য। এই পরীক্ষা সবার সামনে প্রকাশ্যে হয়।

লিখিত পরীক্ষায় পরীক্ষার্থী যখন হলে আসন গ্রহণ করবেন, তখন প্রশ্নপত্র ছাপানো হবে, তাই প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই। জেলা পুলিশ প্রশ্ন তৈরি করে না, বরং পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ইমেইলের মাধ্যমে প্রশ্ন আসে।

পরীক্ষার হলে প্রক্সি বা অন্য কাউকে দিয়ে পরীক্ষার সুযোগ নেই, কারণ ফেইস ডিটেকশন ক্যামেরায় পরীক্ষার্থীকে ডিজিটালি শনাক্ত করা হয়। আসন বিন্যাস গাণিতিক নিয়মে নির্ধারিত হয়, নিজের মত সাজানোর সুযোগ নেই।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ফেসবুক পোস্ট | ছবি: সংগৃহীত

নকল বা ঘাড় ঘুরানোর সুযোগ নেই এবং খাতাও এসএসসি পরীক্ষার মতো কোডিং করে টপ শীট ছিঁড়ে নেয়া হয়, যাতে কার খাতা কার তা বোঝা যায় না। খাতা মূল্যায়ন হয় পুলিশ হেডকোয়ার্টার্সে।

মৌখিক পরীক্ষা ১৫ নম্বরের, যেখানে কোন প্রার্থী ফেল করে না। বোর্ডের সামনে উপস্থিত হলে স্বয়ংক্রিয়ভাবে ৮ নম্বর পায়। সর্বোচ্চ ভালো ও খারাপ প্রার্থীর নম্বরের পার্থক্য ৪ এর বেশি হতে পারে না।

লিখিত ও মৌখিক পরীক্ষার যোগফল মেধা তালিকা তৈরি করে এবং ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে মেডিকেল টেস্টের পর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়।

পুলিশ বার্তা দিয়েছে, পুরো প্রক্রিয়ায় তদবির বা অবৈধ লেনদেনের সুযোগ নেই। কেউ সুপারিশ বা তদবির করতে পারবে না, কারণ পরীক্ষার পদ্ধতি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শুধুমাত্র পরীক্ষার্থী নিজে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পায়।

যদি কেউ অসদু্দ্দেশ্যে টাকা-পয়সা দিয়ে চাকরির আশ্বাস দেয়, তা সরাসরি WhatsApp নম্বর ০১৩২০ ১১৪৯০০-এ জানাতে বলা হয়েছে, যাতে আইনগত ব্যবস্থা নেয়া যায়।

পুলিশ প্রার্থীদের জন্য বিশেষ সতর্কতা হিসেবেও জানায়, বর্ষাকালে পরীক্ষায় অংশ নিতে ছাতা ও ওয়াটারপ্রুফ প্লাস্টিক ফাইলে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আসতে হবে। হাইস্কুল (এইচএসসি) পরীক্ষার্থী হলে অ্যাডমিট কার্ড ও প্রশ্নপত্র দেখিয়ে বিকাল ৩টার মধ্যে পুলিশ লাইন্সে পৌঁছানোর নির্দেশ দেয়া হয়েছে, যেখানে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এ পরীক্ষায় সুষ্ঠু ও স্বচ্ছতা নিশ্চিত করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে আশ্বাস দিয়েছে।

এনএইচ