টাঙ্গুয়ার হাওরে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ
শিশুর মরদেহ উদ্ধার
এখন জনপদে
0

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে যাওয়া নিখোঁজ শিশু মাসুমের (৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) বিকালে টাঙ্গুয়ার হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু সিলেটের শেখঘাট এলাকার কবির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (শুক্রবার, ১৫ আগস্ট) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সৌন্দর্যময় পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে মা বাবার সঙ্গে ঘুরতে যায় মাসুম (০৫) নামে এক শিশু। হাওরে ঘুরার এক পর্যায়ে হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় মাসুম।

আরও পড়ুন:

পরে স্থানীয়রা তাহিরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে পড়ে এক শিশু নিখোঁজ হয়। পরে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যায়। দীর্ঘক্ষণ চেষ্টা করে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।’

ইএ