স্বাস্থ্যখাত সংস্কার দাবির আন্দোলনে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল

বরিশালে বিক্ষোভ মিছিল
এখন জনপদে
1

‎বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্যখাত সংস্কার দাবির আন্দোলনে বিভিন্ন সময় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

‎আজ (রোববার, ১৭ আগস্ট) বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করেন তারা। ‎এতে বরিশালের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশ নেয়।

‎সমাবেশে আন্দোলনকারীরা জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্যখাত সংস্কার দাবির আন্দোলনে বিভিন্ন সময় একটি চক্র হামলা চালিয়েছে। এসব হামলার বিচার ও দেষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের দাবিতে তারা এ কর্মসূচি করছেন।

আরও পড়ুন:

‎স্বাস্থ্যখাত সংস্কার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা। এরপর তারা সদর রোড থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

‎‎উল্লেখ‍্য, গত ২১ দিন ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্যখাত সংস্কার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে অনশন কর্মসূচিও পালন করেন তারা।

এসএইচ