বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে কুষ্টিয়া থেকে শিক্ষকদের নিয়ে ক্যাম্পাসে যাচ্ছিল একটি কোস্টার। এসময় ১১ মাইলের কাছে উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা রুপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কোস্টারের সংঘর্ষ হয়। এতে চালকসহ কোস্টারে থাকা ৮ জন আহত হন।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ জানান, প্রাথমিকভাবে ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও কোস্টার চালক নজরুল ইসলামও রয়েছেন। তাদেরকে চিকিৎসা দিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।