ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বৃদ্ধি ও পরিবহন খরচসহ চাল তৈরিতে খরচ বাড়ায় বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। তবে হাট-বাজারে কৃষকের ধানের দাম না বাড়লেও সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হয়েছে চালের দাম।
আরও পড়ুন:
আজ চালের বাজার মিনিকেট চাল ৭৪ টাকা থেকে ৭৫ টাকায়, বাসমতি ৯০ টাকা, আটাশ ৬০ টাকা এবং কাজললতা ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও সবধরনের চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে। ক্রেতা ও ব্যবসায়ীরা বলছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। নিয়মিত বাজার তদারকির মাধ্যমে দাম নিয়ন্ত্রণের দাবি তাদের।