বগুড়ায় খাল থেকে ৬টি পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

উদ্ধার হওয়া ৬টি হ্যান্ড গ্রেনেড
এখন জনপদে
0

বগুড়া শহরের ছোট কুমিড়া এলাকার একটি খাল থেকে ৬টি পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গ্রেনেডগুলো উদ্ধার করে খালপার ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। আজ (রোববার, ১৭ আগস্ট) বিকেলে এলাকার অধিবাসীরা খালে মাছ ধরতে হেলে গ্রেনেডগুলো খুঁজে পায়।

এ ঘটনা ছড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডগুলো উদ্ধার করতে গিয়ে আরো ২টি গ্রেনেড পায়। সব মিলিয়ে ৬টি গ্রেনেড উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেনেডগুলো উদ্ধার করে ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। সদর থানার ওসি মো. হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে দেখে গ্রেনেডগুলো অন্তত ১০ – ১৫ বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তবে বিশেষজ্ঞ দল এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

আরও পড়ুন:

ওসি মো. হাসান বাসির বলেন, ‘দুপুর ২টার সময় সংবাদ পাই মাছ ধরার সময় গ্রেনেডের মতো দেখতে একটা জিনিস খুঁজে পাওয়া গেছে। পরে দ্রুত আমি ঘটনাস্থলে চলে আসি। এসে আমরা চারটা গ্রেনেড দেখতে পাই।’

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক সেনাবাহিনীর স্থানীয় ক্যাম্প কমান্ডারকে বিষয়টি জানানো হলে তারাও ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তল্লাশি চালিয়ে আরও দুইটি গ্রেনেড পাওয়া যায়। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে গ্রেনেডগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।

এএইচ