চট্টগ্রামের পতেঙ্গায় লাইটার জাহাজের এক নাবিক নিখোঁজ

চট্টগ্রাম
নাবিক আনোয়ার আজম
এখন জনপদে
0

চট্টগ্রামের পতেঙ্গায় লাইটার জাহাজ থেকে সাগরে পড়ে আনোয়ার আজম নামে লাইটার জাহাজের এক নাবিক নিখোঁজ হয়েছেন। তিনি নবাব খান নামে একটি জাহাজে সুপারভাইজার হিসাবে কাজ করতেন।

পুলিশ জানায়, বঙ্গোপসাগরের পতেঙ্গা সী-বিচ এলাকায় সাগরে তিন থেকে চার নটিকেল মাইল দূরে জাহাজটি নোঙ্গর করা ছিল। রোববার (১৭ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে আনোয়ার জাহাজে সিঁড়ি বেয়ে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যান। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ আনোয়ার আজম নোয়াখালী জেলার বাসিন্দা।এ ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন আনোয়ারের পরিবার। তার সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড।

এএইচ