চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎপৃষ্টে মা ও ছেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাদে বৈদ্যুতিক তারে শুকাতে দেয়া কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বড়চক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শিবগঞ্জ পৌর এলাকার মোরসালিনের স্ত্রী মুরশিদা বেগম (৩০) ও তার ছেলে মুজাহিদ হোসেন (১০)।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাদে বিদ্যুতের তারে শুকাতে দেয়া কাপড় আনতে গিয়েছিলেন মুরশিদা বেগম। 

আরও পড়ুন:

তিনি আরও জানান, এসময় তিনি বিদ্যুতায়িত হলে তাকে বাঁচানোর চেষ্টা করেন ছেলে মুজাহিদ। এ চেষ্টায় মুজাহিদও বিদ্যুতায়িত হয় এবং তারা উভয়ই অচেতন হয়ে পড়ে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এসএইচ