এক হাজার ৪৯০ মিটার দীর্ঘ সেতুটিতে ২৯০টি পিলারের ওপর বসানো হয়েছে ৩১টি স্প্যান। নদী শাসনসহ ব্রিজটিতে খরচ হয়েছে ৪৪০ কোটি টাকা।
দুধারে সংযোগ সড়কসহ খরচের পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকা। এলজিইডির তত্ত্বাবধানে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার করপোরেশন কাজটি বাস্তবায়ন করেছে। আর এতে, অর্থায়ন করেছে সৌদি সরকার।
সংশ্লিষ্টরা বলছেন, যাতায়াত, ব্যবসা-বাণিজ্য কিংবা শিক্ষা, প্রায় প্রতিটি ক্ষেত্রেই যুগান্তকারী ভূমিকা রাখবে স্থানীয় সরকার বিভাগের নির্মাণাধীন এ সেতু।
এছাড়া চিলমারী, ভুরুঙ্গামারীসহ কুড়িগ্রামবাসীর রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগে দূরত্ব কমবে প্রায় ১০০ কিলোমিটার।