৮ ঘণ্টা বন্ধের পর ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু

ময়মনসিংহ
আন্তঃজেলা বিভিন্ন সড়কে বাস রেখে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ
এখন জনপদে
1

জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন নেতাদের বৈঠকের পর ৮ ঘণ্টা পর ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) রাত ১০টা থেকে বাস চলাচল শুরু হয়। এদিকে মাসকান্দা বাসস্ট্যান্ডে ইউনাইটেড পরিবহনের বাস ও টিকিট কাউন্টার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- পরিবহন মালিক সমিতির সদস্য একজন, পরিবহন শ্রমিক সমিতির সদস্য একজন এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এছাড়া ইউনাইটেড পরিবহন থেকে আওয়ামী লীগের মালিকদের গাড়ি বের করে দিয়ে ময়মনসিংহের মালিকদের গাড়ি বাড়ানো বিষয়ে ঢাকার পরিবহন নেতাদের সাথে কথা বলে পদক্ষেপ নিতে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক মুফিদুল ইসলামের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম, মহাসচিব রতন আকন্দ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এর আগে আজ দুপুরে মোটরসাইকেলযোগে ৫০ থেকে ১০০জনের একটি দল নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে ইউনাইটেড পরিবহনের টিকিট কাউন্টার অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

এসময় কাউন্টারে ব্যাপক ভাঙচুর করা হয় এবং কয়েকজন শ্রমিক আহত হয়। বন্ধ করে দেয়া হয় ইউনাইটেড পরিবহনসহ সকল পরিবহনের বাস।

এ ঘটনার তথ্য ছড়িয়ে পড়লে নগরীর পাটগুদাম বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে এলোপাতাড়ি যানবাহন রেখে সড়কে যান চলাচল বন্ধ করে পরিবহন শ্রমিকরা। এতে ময়মনসিংহ থেকে ঢাকা, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুরসহ আন্তঃজেলা পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়।

এসএস