নরসিংদীতে সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা; ভোগান্তিতে সাধারণ মানুষ

পানি জমে চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে
এখন জনপদে
0

রায়পুরার হাসনাবাদ স্কুল রোডে সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দিনের পর দিন ভোগান্তিতে সাধারণ মানুষ। জনসাধারণের ভোগান্তির পাশাপাশি ব্যবসায় সম্প্রসারণেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে এ সড়ক।

এটি নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজার সংলগ্ন হাসনাবাদ স্কুল রোড। দৈনিক কয়েক লাখ মানুষ যাতায়াত করে এ সড়ক ধরে। সামান্য বৃষ্টিতেই এ সড়কে দেখা দেয় জলাবদ্ধতা।যার ফলে কয়েক লাখ সাধারণ মানুষের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

জলাবদ্ধতায় পানির উচ্চতা কোথাও কোথাও এক ফুটের কাছাকাছি। ফলে, সড়ক সংলগ্ন ব্যবসা ও পণ্য পরিবহনে টানতে হচ্ছে বাড়তি খরচের বোঝা, ঘটছে নানা দুর্ঘটনা।

একটি সড়ক দিয়েই যেতে হয় বাজার ও আমীরগঞ্জ রেল স্টেশনে। হাজারো শিক্ষার্থী ও শিক্ষকসহ কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে হাসনাবাদ স্কুল সড়ক ব্যবহার করে।

এলাকাবাসী জানান, এ রাস্তা দিয়ে চলাচল করা যায় না। অল্প একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। গাড়ি চলতে গেলে উল্টে যায় প্রায় সময়।

আরও পড়ুন:

এ বিষয়ে জানতে আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদে গিয়ে পাওয়া যায়নি ইউপি চেয়ারম্যানকে। মুঠোফোনেও মেলেনি কোনো খোঁজ। গত বছরের ৫ আগস্টের পর থেকে অনেকটা গা ঢাকা দিয়েছেন এখানকার ইউপি চেয়ারম্যান।

তবে, চলতি অর্থবছরেই সড়কের কাজের অগ্রগতির সম্ভাবনা রয়েছে বলে আশ্বাস দিয়েছেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা।

আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাকিব নাজির বলেন, ‘এটাকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প ইউএনও বরাবর দাখিল করেছি। চলতি বছরে এডিপি হতে বাস্তবায়নের জন্য সুপারিশ করেছি ইউনিয়ন পরিষদের কাছে। এটা ২০২৫-২৬ অর্থবছরে হবে। কিন্তু আমাদের কোনো ডেডলাইন দেয়নি এখনো।’

বেহাল এ সড়কটির দৈর্ঘ্য আধা কিলোমিটারের বেশি নয়। দ্রুত সড়ক মেরামত করলে স্থানীয়দের ভোগান্তি কমার পাশাপাশি ব্যবসায় সম্প্রসারণ ঘটবে বলে আশা এলাকাবাসীর।

ইএ