র্যাব জানায়, তাদের একটি টহল টিম ও সাদা পোশাকধারী সদস্য এবং সিলেট জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব পাথর জব্দ হয় তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয় এবং দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন হয়। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে তথ্য পেয়ে ধোপাগুল এলাকায় র্যাব অভিযান চালায়।
আরও পড়ুন:
অভিযানে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া জব্দকৃত পাথরের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় সংস্থাটি।