আর কোনো পাথর যাতে চুরি না হয়, সে ব্যবস্থা নেয়া হবে: ডিসি সারওয়ার

তদারকিতে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম
দেশে এখন
এখন জনপদে
0

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে যেন আর কোনো পাথর চুরি না হয়, সেই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। দায়িত্ব গ্রহণের প্রথম দিন আজ (বৃহস্পতিবার, ২১ আগস্ট) বিকেলে তিনি সরেজমিনে সাদাপাথরে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।’

তাছাড়া সিলেট থেকে যাতে চুরাইকৃত পাথর বের হয়ে না যেতে পারে সেজন্য নিরাপত্তা চৌকি আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:

মো. সারওয়ার আলম বলেন, ‘জনগণ আমাদের শক্তি। এরইমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং সরকারি ও রাষ্ট্রের সম্পদ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।’

এ দায়িত্ব পালনে তার প্রশাসনও বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি। পরে সাদাপাথর পরিদর্শন শেষে ফেরার পথে ৩ ক্রাশার মিলের পাথর জব্দ করেন তিনি।

সেজু