সাংবাদিকদের ওপর এ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় গণমাধ্যম কর্মীরা জানান, এ হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত। বিচার না হলে আরও হামলার আশঙ্কা করছেন তারা। সাংবাদিকদের নির্বিঘ্নে দায়িত্ব পালনের পরিবেশ তৈরির আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।
আরও পড়ুন:
এসময় বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মব সৃষ্টি করে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ভিডিও জার্নালিস্ট উৎপল দেবনাথকে মারধর করেছেন। সংবাদ সংগ্রহের সময় এ হামলার শিকার হন দুই সংবাদকর্মী। এ ঘটনায় দৌলতখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
গত শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকায় হাবু চেয়ারম্যানের বরফ মিলের পাশে রাসেল কাজির বাড়িতে সরকার প্রদত্ত জেলেদের সহায়তার গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহে যান সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও উৎপল দেবনাথ।