‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকলে আইন পেশার প্রতি মানুষের শ্রদ্ধা ফিরে আসবে’

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান
দেশে এখন
0

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকলে আইন পেশার প্রতি মানুষের শ্রদ্ধা ফিরে আসবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ (শনিবার, ২৩ আগস্ট) বাংলাদেশ বার কাউন্সিল বর্ধিত সভা-২০২৫ এ উপস্থিত সকল আইনজীবীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বিচার বিভাগের জন্য মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ ও ১৫ হাজার কোটি টাকা কোর্ট ফি জমা হয়। এ টাকা বাড়িয়ে কমপক্ষে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়া হবে। একইসঙ্গে প্রতি জেলায় আইনজীবীদের জন্য আবাসন বরাদ্দ দিতে হবে।’

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার, বাংলাদেশের সব আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ভাইস-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ বার কাউন্সিলের অন্যান্য সদস্যরা।

উপস্থিত সবাই জেলা পর্যায়ে আইনজীবীদের নানা সংকট ও সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন।

এসএস