কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধে প্রবাসীকে হত্যা, ঘাতক আটক

কুমিল্লা
কুমিল্লার হোমনা থানা
এখন জনপদে
0

কুমিল্লার হোমনা উপজেলার পঞ্চবটি গ্রামে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে প্রবাস ফেরত রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আজ (রোববার, ২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম পঞ্চবটি গ্রামের সেনু মিয়ার ছেলে।

হোমনা থানার পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ ছিল সম্পত্তি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতা। অভিযুক্তরা নিহতের চাচাতো ভাই। ঘটনার পর ঘাতক অলেককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি পঞ্চবটি গ্রামের কুদ্দুস মেয়ের ছেলে।

আরও পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলামের পরিবারের সঙ্গে অলেকের সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছিল, যা শত্রুতায় রূপ নেয়। রোববার সকালে সুযোগ বুঝে অলেক রফিকুলকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে আটক করেন।

হোমনা থানার ওসি নাজমুল হুদা জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অলেককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এসএইচ