ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল (সোমবার, ২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মোহরার মোল্লার এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ২টা ৪৭ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ঘরের ভেতর থেকে গীতা রাণী ঘোষের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
চিকিৎসকরা জানিয়েছেন, শশী ঘোষের শরীরের ৯০ শতাংশ দগ্ধ এবং প্রদীপ ঘোষের ৪০ শতাংশ পুড়ে গেছে। গুরুতর অবস্থার পরও তারা চমেক হাসপাতাল থেকে রিলিজ নিয়ে অন্যত্র চলে গেছেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মালামাল।