শেরপুর সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জব্দকৃত ভারতীয় পণ্যসহ বিজিবি সদস্যরা
অপরাধ
এখন জনপদে
0

শেরপুর সীমান্তে অর্ধ কোটি টাকা সমমূল্যের বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) ভোর ৬ টায় শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ফেসওয়াশ, জিলেট ব্লেড, মোবাইল ডিসপ্লে, গজ কাপড় ও গরু জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির টহল দল নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ২ হাজার ৩৬৪ পিস ফেসওয়াশ, ২ লাখ ৫০ হাজার পিস জিলেট ব্লেড, ৫০০ পিস মোবাইল ডিসপ্লে, ১ হাজার ১৫০ মিটার গজ কাপড়, ১টি গরু এবং ৪টি বাইসাইকেল জব্দ করতে সক্ষম হয়।

আটককৃত চোরাচালান মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫১ লক্ষ ১৪ হাজার ২শ টাকা। তবে অভিযান পরিচালনার সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিজিবি ময়মনসিংহের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, আন্তর্জাতিক সীমানা রক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

এএইচ