আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) সকালে চাল নিতে এসে বেশ কয়েকজন উপকারভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী ৪৫০ টাকায় আমাদের ৩০ কেজি চাল পাওয়ার কথা। কিন্তু ডিলার আমাদের প্রত্যেককে আড়াই থেকে তিন কেজি করে চাল কম দিচ্ছেন। এ অনিয়মের সঠিক তদন্ত হওয়া উচিত।’
অভিযোগের বিষয়ে ডিলার ইয়াহিয়া মোল্লা দাবি করে বলেন, ‘৫০ কেজির তিন বস্তা চাল ৫ জনের মধ্যে ভাগ করেছি। বাইরে ওজন করলে হয়তো কম মনে হয়েছে। তবে এরপর থেকে আমি ওজন করে ৩০ কেজি করে দিচ্ছি।’
আরও পড়ুন:
এদিকে ট্যাগ অফিসার মো. মোজাম্মেল হক বলেন, ‘ভুক্তভোগীরা চাল কম পাওয়ার অভিযোগ করেছেন। কিছু বস্তায় ঢিলেঢালা থাকতে পারে। এরপর থেকে আমরা সরাসরি ওজন করে ৩০ কেজি করে চাল বিতরণ করছি।’
দৌলতপুর উপজেলা খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, তিনি ঘটনাটি জানার পর প্রতিনিধি পাঠিয়েছেন। আগামীকাল বুধবার অফিসে এসে এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হবে।
উপকারভোগীরা বলছেন, সরকারের দেয়া সহায়তার চাল যেখানে গরিবদের জন্য ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে, সেখানে ডিলারের এ ধরনের কারসাজি বন্ধ না হলে সাধারণ মানুষ বঞ্চিত হতেই থাকবে।