পরে তাদের আটক করে বিজিবি ক্যাম্পে আনা হয়। আটককৃতদের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হোসেন।
আরও পড়ুন:
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটককৃতরা ৬ বছর আগে কাজের সন্ধানে বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মুম্বাই যায়। পরে সেখানে বসবাস করলেও আনুমানিক ৮ থেকে ১০ দিন আগে তাদের গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ।
পরে তাদের সীমান্তে এনে বিএসএফের মাধ্যমে পুশ ইন করা হয়েছে। আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র এবং অন্যান্য নথিপত্র যাচাই বাছাই করা হয়। পরীক্ষার পর নাগরিকত্ব সঠিক হওয়ায় তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।