চট্টগ্রাম বন্দরে জাহাজে ঢুকে যুবকের বিদেশ পাড়ির চেষ্টা; ২৪ ঘণ্টায় তিনজনকে আটক

চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরে আটককৃতরা
অপরাধ
এখন জনপদে
0

চট্টগ্রাম বন্দরের ভেতরে অবৈধ অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে একজন বিদেশগামী বাণিজ্যিক জাহাজে উঠে বিদেশে পাড়ি দিতে ঢুকেছিল। তার সাথে পাসপোর্ট ও খাবার পাওয়া গেছে। আজ (বুধবার, ২৭ আগস্ট) বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে আটটার দিকে বন্দরের ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরার সময় বন্দর নিরাপত্তা সদস্যরা মো. মাহফুজ শেখকে আটক করেন। তিনি গোপালগঞ্জের মুকসুদপুরের শেখবাড়ির টুকু শেখের ছেলে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, বিদেশগামী জাহাজে ঢুকে বিদেশে পাড়ির উদ্দেশে বন্দরে ঢুকেছিল সে। তার কাছ থেকে একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, চিড়া, খাবার পানিসহ একটি ব্যাগ পাওয়া গেছে।

এছাড়া ভোররাতে বন্দরের ১ নম্বর গেটে একটি গাড়ির নীচ দিয়ে মালামাল চুরির উদ্দেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক হয় মো. আবুল খায়ের। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

আরও পড়ুন:

বেলা সোয়া দুইটার দিকে জিসিবি-২ নম্বর গেট দিয়ে অন্য আরেকজনের প্রবেশ পাস দিয়ে বন্দরের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা বিভাগের সদস্যরা মেহেদি হাসান লাবলু নামে আরেকজনকে আটক করে।

তিনি খাগড়াছড়ির মানিকছড়ির মহামুনি পাড়ার মো. রফিকুল ইসলামের ছেলে। লাবলুর ব্যবহৃত পাসটি তার মামা শফিকুল ইসলামের। যিনি কিছুদিন আগে মারা গেছেন। তাদেরকে বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

সেজু