সাতক্ষীরায় স্যাম্পল ঔষধ বিক্রি বন্ধে টাস্কফোর্সের অভিযান

সাতক্ষীরা
টাস্কফোর্সের অভিযান
এখন জনপদে
0

জনস্বাস্থ্য রক্ষায় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি বন্ধে সাতক্ষীরায় টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (বুধবার, ২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১২টা পর্যন্ত সদর উপজেলার বাদামতলা এলাকার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাদামতলা এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি করছে—যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ কারণে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন:

অভিযানে মেসার্স মাহমুদপুর ফার্মেসির মালিক মো. আলি হাফিজকে ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রির দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩-এর ৪০(গ) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম, ঔষধ প্রশাসনের পরিদর্শক মো. বাশারাফ হোসেন, বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমসহ বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন।

ইএ