অবরোধের কারণে প্রায় ৩০ মিনিট ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুদিকে আটকা পড়ে আমদানি পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। পরে পুলিশ এসে অনুরোধ করলে অবরোধ তুলে নেয়া হয়।
ট্রাক চালক আসাদুল ইসলাম বলেন, ‘সোনা মসজিদ থেকে পণ্য বোঝাই ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলাম। বিশ্বরোড মোড়ে এসে দেখি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে চরম ভোগান্তিতে পরি। ৩০ মিনিট পর পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করছে। পরে ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি।’
আরও পড়ুন:
বিশ্বরোড মোড় এলাকায় এক অটোরিকশা চালক বলেন, ‘যাত্রি নিয়ে শিবগঞ্জ যাচ্ছিলাম হঠাৎ বিশ্বরোড মোর এলাকা অবরোধ দেখতে পায়। ৩০ মিনিট অপেক্ষার পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’