নুরকে পিটিয়ে আহত: পাবনায় জুলাই যোদ্ধা ঐক্য পরিষদের বিক্ষোভ

জুলাই যোদ্ধা ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
এখন জনপদে
0

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে জুলাই যোদ্ধা ঐক্য পরিষদ। আজ (শনিবার, ৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে এ বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি সরকারি এডওয়ার্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা। এ সভায় বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি জাহাঙ্গীর ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক শেখ নুর উদ্দিন, সাব্বির হোসেন, মুনজিল হক।

আরও পড়ুন:

এসময় বক্তারা বলেন, জাতীয় পার্টির সমর্থকরা ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগের দোসর। তারা একজন জুলাই যোদ্ধার ওপর হামলা চালিয়েছে, এর তীব্র নিন্দা জানাই।

এসময় তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি করেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

এসএইচ