গাজীপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

গাজীপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ
এখন জনপদে
0

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (শনিবার, ৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চান্দনা চৌরাস্তা থেকে মিছিল বের করেন দলটির জেলা ও মহানগরের নেতাকর্মীরা।

তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

আরও পড়ুন:

পরে মিছিলটি ভোগরা এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে দেন এবং অবরোধ করে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিও জানান। 

পরে পুলিশের অনুরোধে জনদুর্ভোগ এড়াতে সন্ধ্যা সাড়ে ৬টায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

এসএইচ