খুলনায় রূপসা নদী থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু
এখন জনপদে
0

খুলনায় সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (রোববার, ৩১ আগস্ট) সন্ধ্যায় পীর খানজাহান আলী সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে রূপসা নৌ-পুলিশ।

নিহত বুলুর বয়স ৬০ বছর। তিনি দীর্ঘ ৩০ বছরের বেশি সময় সাংবাদিকতা করেছেন। বর্তমানে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ প্রতিদিনে কর্মরত ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, নিহতের পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তবে ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যাওয়ায় ঘটনাটি রহস্যজনক হয়ে উঠেছে।

এদিকে পিবিআই ও সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা করছে। তবে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে দাবি স্থানীয়দের।

পুলিশ জানায়, তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এফএস