চট্টগ্রামে মনির হত্যা: র‌্যাবের হাতে গ্রেপ্তার ৪

চট্টগ্রাম
মনির হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৪ আসামি
অপরাধ
এখন জনপদে
0

চট্টগ্রামের বায়জিদে আব্দুল্লাহ আল মনিরকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গতকাল (রোববার, ৩১ আগস্ট) অভিযান চালিয়ে বায়জিদের হিলভিউ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় র‍্যাব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, পূর্ব শত্রুতার জেরে ৩০ আগস্ট রাতে ছুরিকাঘাতে মনিরকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে বায়জিদ থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

এ ঘটনায় অভিযান চালিয়ে হিলভিউ এলাকা থেকে মামলার প্রধান আসামি লোয়ার হোসেন ও কিরিচ হাসানকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপর দুই আসামি শাহিন ও মোবারক হোসেন বাপ্পিকেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়জিদ থানায় সোপর্দ করা হয়।

এএইচ