এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, পূর্ব শত্রুতার জেরে ৩০ আগস্ট রাতে ছুরিকাঘাতে মনিরকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে বায়জিদ থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
এ ঘটনায় অভিযান চালিয়ে হিলভিউ এলাকা থেকে মামলার প্রধান আসামি লোয়ার হোসেন ও কিরিচ হাসানকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপর দুই আসামি শাহিন ও মোবারক হোসেন বাপ্পিকেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়জিদ থানায় সোপর্দ করা হয়।