অ্যাড. দীপেন দেওয়ান বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমস্ত প্রকার ষড়যন্ত্র বিভক্তি পরিহার করে আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
আরও পড়ুন:
এর আগে বিভিন্ন উপজেলার থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উৎসবমুখর পরিবেশে মিছিল নিয়ে জেলার পৌর মাঠ এলাকায় সমবেত হতে থাকে। সভা শেষে একটি র্যালী নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিস সংলগ্ন নিউমার্কেটের সামনে এসে শেষ হয়।
রাঙামাটি পৌরসভা মাঠের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাকিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।