আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর কস্তুরাঘাট এলাকায় শুরু হয় অভিযান।
এসময় স্থানীয় প্রভাবশালী আতিকুল ইসলামের দখলে থাকা জমিতে উচ্ছেদ অভিযান চালাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে তার দলের লোকজন। এসময় আহত হন পুলিশ সদস্য। আটক করা হয় তিন জনকে।
পরে আতিকুল ইসলামের দখলে থাকা ৫০ থেকে ৬০ একর জায়গার বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ।
আরও পড়ুন:
এছাড়া নদী তীরে অভিযান চালাতে গেলে বাধা দেয় স্থানীয়রাও। তাদের দাবি, সরকারি নিয়ম মেনে ও খাজনা দিয়ে ক্রয়কৃত জায়গায় বসবাস করছেন তারা। অভিযানকে কেন্দ্র করে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গতকাল (সোমবার, ১ সেপ্টেম্বর) দিনভর অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। যা চলবে আগামী শুক্রবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত।