ময়মনসিংহ মেডিকেলে হাসপাতালে আটক ১৮ দালালের বিভিন্ন মেয়াদে সাজা

ময়মনসিংহ
র‌্যাবের হাতে আটককৃত দালালরা
অপরাধ
এখন জনপদে
0

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাবের অভিযানে আটক ১৮ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্ত:বিভাগসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার শামসুজ্জামান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা কৌশলে বাইরের ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এতে রোগীরা প্রতারিত ও আর্থিক ক্ষতির মুখে পড়েন।

অনেকে সর্বশান্ত হন দালালের ক্ষপ্পরে পড়ে। বিষয়টি আমলে নিয়ে মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ৫ নারীসহ ১৮ দালালকে আটক করা হয়।

আরও পড়ুন:

আটকৃতদের মধ্যে বেশ কয়েকজন একাধিক বার আটক হয়ে জেলহাজতে গেলেও ছাড়া পেয়ে আবারও একই কাজ করে।

পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।

এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানায় র‍্যাব।

সেজু