চিকিৎসা সেবায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলার সভাপতি ডা. ইস্কেন্দার আলীর নেতৃত্বে চোখ-নাক-কান ও গলা, গাইনি, কার্ডিওলজি, অর্থোপেডিক ও মেডিসিন এবং ইন্টার্নসহ ১২ জন চিকিৎসক অংশ নেয়। চিকিৎসা শেষে রোগীদের বিনামূল্যে প্রায় ২০ প্রকার ওষুধ প্রদান করা হয়।
নওগাঁ সদর উপজেলার প্রত্যন্ত এলাকা শিকারপুর ইউনিয়ন। প্রত্যন্ত এলাকার প্রায় ৫ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে উপকৃত হয়। এসময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপ বিএনপির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
শিকারপুর গ্রামের গৃহবধূ বকুল পারভীন বলেন, ‘বাড়ির কাছে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে জেনে চিকিৎসা নিলাম। কিছু ঔষধ ফ্রি পেলাম এবং কিছু ওষুদের নাম লিখে দিয়েছে। এতে সুবিধা হয়েছে। তবে বাইরে ডাক্তার দেখালে অন্তত ৫০০-৮০০ টাকা খরচ হতো।’
চিকিৎসা নিতে আসা সরাই গ্রামের বয়োজ্যেষ্ঠ আমজাদ হোসেন বলেন, ‘বয়স হওয়ায় চোখে ঝাপসা দেখা যায়। ডাক্তার কাছে ফ্রি দেখাতে পারলাম। কিছু ওষুধ পেয়েছি। ডাক্তার বলেছে চোখের অপারেশন করতে হবে।’
নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।’