সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

সিরাজগঞ্জ
সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা
এখন জনপদে
0

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় দ্রুতগামী এক সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজার মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন ঘোড়াচরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ছিলেন। এ ঘটনায় সড়কে স্পিডব্রেকার ও স্থায়ী ট্রাফিক পুলিশের দাবিতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা।

আরও পড়ুন:

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বেলাল হোসেন নামে ওই পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বেলাল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং স্থানীয়দের সাথে কথা বলে অবরোধ তুলে নেয়া হয়।’

ইএ