সেনাবাহিনী ‘বোম ডিসপোজাল ইউনিট’ গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন বলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
পুলিশ জানায়, বিকেলে দিকে চরকায় বন বিভাগের অফিসের পুকুর পাড় এলাকায় চলাচলের রাস্তায় মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল। এক নারী সেটিকে খেলনা ভেবে লাথি দেয়। ওই এলাকার কয়েকটি শিশু সেটি নিয়ে খেলা করে। একসময় বয়স্ক ব্যক্তিদের বিষয়টি নজরে আসলে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বলেন, ‘এলাকাবাসী দেয়া খবরে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনীর বিষ্ফোরক দলকে খবর দেয়া হয়েছে। তারা আসলেই এটি নিষ্কৃয় করবেন।’