ভুক্তভোগী তৈয়ব আলী জানান, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক ২টার দিকে চোরেরা তাদের টিনের ঘরের পেছনে ও পশ্চিম পাশে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের আলমারি ভেঙে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, পরিবারের ব্যবহৃত স্বর্ণালংকার, দুইটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল নিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে তারা সিঁধ কাটা ও চুরির বিষয়টি টের পান।
একই রাতে পাশের বাড়ির আরিফ মিয়ার ঘরেও একই কায়দায় চুরি হয়।
আরও পড়ুন:
তিনি জানান, তার ঘরের পশ্চিম পাশে সিঁধ কেটে ভেতরে ঢুকে চোরেরা নগদ পাঁচ হাজার টাকা ও দুইটি বাটন মোবাইল নিয়ে গেছে।
স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হঠাৎ এ ধরনের ঘটনা ঘটায় আমরা সবাই চিন্তিত। ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।’
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’