সাটুরিয়ায় সিঁধ কেটে দুই বাড়িতে চুরি, আতঙ্কে গ্রামবাসী

মানিকগঞ্জ
সিঁধ কেটে চুরি
এখন জনপদে
0

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগসাভার গ্রামে একই রাতে দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার ও একাধিক মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী তৈয়ব আলী জানান, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত আনুমানিক ২টার দিকে চোরেরা তাদের টিনের ঘরের পেছনে ও পশ্চিম পাশে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের আলমারি ভেঙে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, পরিবারের ব্যবহৃত স্বর্ণালংকার, দুইটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল নিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে তারা সিঁধ কাটা ও চুরির বিষয়টি টের পান।

একই রাতে পাশের বাড়ির আরিফ মিয়ার ঘরেও একই কায়দায় চুরি হয়।

আরও পড়ুন:

তিনি জানান, তার ঘরের পশ্চিম পাশে সিঁধ কেটে ভেতরে ঢুকে চোরেরা নগদ পাঁচ হাজার টাকা ও দুইটি বাটন মোবাইল নিয়ে গেছে।

স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হঠাৎ এ ধরনের ঘটনা ঘটায় আমরা সবাই চিন্তিত। ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।’

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সেজু