শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ।
আরও পড়ুন:
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন, ‘অতীতে বিএনপি যেভাবে ঐক্যবদ্ধ ছিল আগামীতেও সেভাবে ঐক্যবদ্ধ থাকবে। এখনও আমাদের আশেপাশে পতিত স্বৈরাচারের দোসররা রয়েছে। তারা চেষ্টা করেছে বিভিন্নভাবে বিএনপির ঐক্য নষ্ট করে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণতায় কোনো অদৃশ্য শক্তি আমাদের ক্ষতি করতে পারছে না। তাই আগামীর সংসদ নির্বাচনে আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবো।’
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম, শফিউল আলম চাঁন, জেলা যুবদলের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল প্রমুখ।