তথ্যপ্রযুক্তি খাতে সরকার আড়াই হাজার কোটি টাকার প্রজেক্ট বাতিল করেছে: ফয়েজ আহমদ

ফয়েজ আহমেদ তৈয়্যব
এখন জনপদে
0

তথ্যপ্রযুক্তি খাতে বর্তমান সরকার প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রজেক্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) সিলেটে তিনি এ কথা জানান।

তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক নবপ্রণীত আইন ও সংস্কার নিয়ে সিলেটে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে। এ খাতে ফ্যাসিস্ট আমলে ব্যাপক দুর্নীতি অনিয়ম করা হয়েছে। দুর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছিল। বর্তমান সরকার প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রজেক্ট বাতিল করেছে। এসব প্রজেক্টে ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছে সরকার।’

আরও পড়ুন:

জেলা প্রশাসক সারওয়ার আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। এছাড়া অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপি, জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

এছাড়া নতুন বাজেটে নতুন কোনো প্রজেক্ট নেয়া হয়নি জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘বর্তমানে যেসকল প্রজেক্ট রয়েছে সেগুলোকে বাস্তবায়ন উপযোগী করা হচ্ছে। দেশের তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে।’

এএইচ