পাবনায় বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান বাকীবিল্লাহ গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাকী বিল্লাহ
অপরাধ
এখন জনপদে
0

পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) ভোররাতের দিকে বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌর শহরের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকী বিল্লাহ পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র এবং জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি বছরের মে মাসে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কার্যালয় ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন:

এ ঘটনায় গত ১২মে ময়ছের আলী নামের এক বিএনপি নেতা বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। এ মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগের ১৮ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে অভিযুক্ত করা হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, ‘অষ্টমনিষা ইউনিয়নের সেই বিস্ফোরক ও নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা বাকীবিল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এএইচ