নিখোঁজের এক বছর পর বিজিবির সহযোগিতায় ভারত থেকে ফিরলেন জাকির

চাঁপাইনবাবগঞ্জ
বিজিবি ও বিএসএফের সঙ্গে মো. জাকির
এখন জনপদে
0

এক বছর আগে হারিয়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মো. জাকির হোসেনকে (২৮) বিজিবির সহযোগিতায় পরিবারের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে জাকির হোসেনকে স্বজনদের কাছে হস্তান্তর করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শোভাপুর ক্যাম্পের সদস্যরা। মো. জাকির হোসেন জেলার গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের মো. আমির আলীর ছেলে।

আরও পড়ুন:

৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ৫ জুন নিখোঁজ হন জাকির। তার পরিবার বিভিন্নভাবে তাকে খোঁজার চেষ্টা করেও পায়নি। পরে তারা থানায় অভিযোগ দিয়েছিলেন।

এরপর আমরা জানতে পারি গত দুইদিন আগে তিনি ভারতের বৈষ্ণবনগর থানা পুলিশের হাতে আটক হন। এমন খবরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এরপর সন্ধ্যা ৭টার দিকে দুই দেশের পুলিশ, বিজিবির ও বিএসএফের উপস্থিতিতে তার পরিবারের নিকট ফিরিয়ে আনা হয়।

এএইচ