র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফয়েজ উদ্দীন, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা।
আরও পড়ুন:
অনুষ্ঠানে বক্তারা জানান, সাক্ষরতা মানবসম্পদ উন্নয়নের অন্যতম হাতিয়ার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে আধুনিক প্রযুক্তির এ যুগে ডিজিটাল শিক্ষার প্রসার ঘটিয়ে সমাজকে আরও এগিয়ে নিতে হবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে শিক্ষার আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তারা।
জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘বর্তমান সরকার সাক্ষরতার হার বাড়াতে নিরলসভাবে কাজ করছে। ডিজিটাল সুবিধা কাজে লাগিয়ে শিক্ষা খাতকে এগিয়ে নিতে হবে। জেলা পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’