জামালপুরে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুর
জামালপুরে স্থানীয়দের মানববন্ধন
এখন জনপদে
0

জামালপুরের মেলান্দহের ঝাউগড়া রেহাই পলাশতলার ট্রাকচালক মো. রিপনকে গরু চুরির মিথ্যা অপবাদে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) দুপুরে ঝাউগড়া ইউনিয়নের পলাশী বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শরীফ মিয়া, তপন, শাহীন মিয়া, মঞ্জুয়ারা বেগম, নারর্গীস বেগমসহ আরও অনেকে।

আরও পড়ুন:

এসময় বক্তারা ট্রাক চালক মো. রিপনকে গরু চুরির মিথ্যা অপবাদে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িত একই এলাকার মওলানা, রাজু, বুরহান ও দিলু গংদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর রাতে ট্রাক চালক মো. রিপনকে ডেকে নিয়ে নিয়ে বাড়ীতে বেঁধে রেখে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসএইচ