টাঙ্গাইলে অটোরিকশা ‘চুরি’ করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত

টাঙ্গাইল
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা
এখন জনপদে
0

টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় এলাকাবাসীর গণপিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় মোটর সাইকেলযোগে দু’জন পালিয়ে যায়। আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবত এ এলাকায় বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটে চলেছে। রাতে এ এলাকায় অজ্ঞাত ৩ ব্যক্তি ঘোরাঘুরি করছিলো। যা দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা ওতপেতে থাকে।

রাত ৩টার দিকে মহল্লার জসীম উদ্দিনের ছেলে দুদু মিয়ার ব্যাটারিচালিত অটো চুরি করে নিয়ে পালানোর সময় ওতপেতে থাকা লোকজন একজনকে ধরে গণপিটুনি দিয়ে ফেলে রাখে।

আরও পড়ুন:

এ সময় দু’জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। সকালে ঘটনাস্থলেই গণপিটুনির শিকার ব্যক্তির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সেজু