চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ে নিহত

চট্টগ্রাম
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনা
এখন জনপদে
0

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় বাবা মেয়ে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আজ ( শুক্রবার, ১২ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত পিতার নাম মো. গোলাম ও তিন বছর বয়সী শিশু কন্যার নাম মুসকান।

পুলিশ জানায়, ঠাকুরদিঘী এলাকায় মহাসড়কের পাশে পোশাক কারখানার পণ্যভর্তি একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিলো। চট্টগ্রাম থেকে ঢাকামুখী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে ধাক্কা দেয়। এসময় প্রাইভেট কারের সামনের অংশ কাভার্ড ভ্যানের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই বাবা মেয়ে মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে। দুই জনকে স্থানীয় হাসপাতাল ও দুই জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। আহতদের বাড়ি ঢাকার উত্তরার ১০ নং সেক্টরে।

এফএস