দুর্ঘটনায় নিহত পিতার নাম মো. গোলাম ও তিন বছর বয়সী শিশু কন্যার নাম মুসকান।
পুলিশ জানায়, ঠাকুরদিঘী এলাকায় মহাসড়কের পাশে পোশাক কারখানার পণ্যভর্তি একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিলো। চট্টগ্রাম থেকে ঢাকামুখী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে ধাক্কা দেয়। এসময় প্রাইভেট কারের সামনের অংশ কাভার্ড ভ্যানের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই বাবা মেয়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে। দুই জনকে স্থানীয় হাসপাতাল ও দুই জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। আহতদের বাড়ি ঢাকার উত্তরার ১০ নং সেক্টরে।