ফেনীর জলাশয়ে কমছে মাছের প্রাপ্যতা; হুমকিতে জেলেদের জীবিকা

ফেনীর নদী খালগুলোতে কমছে মাছের প্রাপ্যতা
অর্থনীতি
এখন জনপদে
0

ফেনীর নদী, খালগুলোতে দিন দিন কমছে মাছ। নদীতে মাছ কমে যাওয়ায় হুমকির মুখে জেলেদের জীবিকা। অনেকেই পেশা ছেড়ে জড়িয়ে পড়ছেন অন্য কাজে। স্থানীয়রা বলছেন, নদী ও চর দখলের কারণে মাছের এ আকাল। মৎস্য বিভাগ বলছে, দীর্ঘদিন খনন না হওয়ায় নদী হারিয়েছে নাব্যতা। পাশাপাশি দূষণকেও দুষছেন তারা।

ফেনীর সোনাগাজীর জেলে পাড়ার দিপালী রানী, ছেলে উত্তমকে পাঠিয়েছিলেন মাছ ধরতে। কিন্তু নদী থেকে খালি জাল নিয়েই ফিরতে হয় তাকে। জেলে পরিবারের পাতেই যেখানে মাছ মিলছে কালে-ভদ্রে। মাছ বিক্রি করে আয় উপার্জন তো পরের হিসাব।

একসময় প্রশস্ত ছিলো ফেনী নদী। এখন নাব্য হারিয়ে অনেকটা খালের মতো। নদীর বুকে গড়ে উঠেছে অসংখ্য চর, যার বেশিরভাগই প্রভাবশালীদের দখলে। জেলেদের অভিযোগ-প্রবাহ না থাকায় মাছ আর আসে না।

স্থানীয়রা জানান, এক সময়ে এখানে অনেক মাছ পাওয়া যেত। এখন কোনো মাছই পাওয়া যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর নব্যতা ফিরিয়ে নিয়ে আসার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি তাদের।

আরও পড়ুন:

নদীর মাছ ও নাব্য ফেরাতে এসব চর দখল মুক্তের কথা বলছেন স্থানীয়রা। এর জন্য প্রয়োজন প্রশাসনের উদ্যোগ ও সদিচ্ছা।

দখল, দূষণ আর খননের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর প্রাণবৈচিত্র্য। বিশেষজ্ঞরা বলছেন- জমে থাকা দূষণে তৈরি হচ্ছে কার্বন মনোক্সাইড ও ভারী ধাতু, যা মাছ ও জীববৈচিত্রের জন্য হুমকি। এদিকে মৎস্য বিভাগ বলছে, দীর্ঘদিন খনন না হওয়ায় নষ্ট হয়েছে নাব্য। তাই নদী বাঁচাতে দখল মুক্ত করা জরুরি।

ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের এ নদীতে দূষণের পরিমাণ বেড়ে গেছে। ফলে নদীতে কার্বন-মনোক্সাইড বৃদ্ধি পেয়েছে। আর এ দূষণ থাকলে নদীতে মাছ পাওয়া যাবে না।’

জেলার মৎস্য বিভাগের তথ্যমতে, ফেনীতে নিবন্ধিত জেলে আছে প্রায় পাঁচ হাজার। কিন্তু গত পাঁচ বছরে এক হাজারের বেশি জেলে এ পেশা ছেড়ে যুক্ত হয়েছেন অন্য কাজে। নদীর প্রবাহ ফিরিয়ে দখলমুক্ত করলে আবারও ফিরতে পারে মাছের প্রাচুর্য। জেলেরা আশায় আছেন নদী বাঁচলে তাদের জীবিকাও বাঁচবে।

এফএস